আজমিরীগঞ্জে শীতবস্ত্র নিয়ে ছিন্নমূলদের পাশে সহকারী কমিশনার (ভূমি)
নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জ পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কৃষ্ণনগর গ্রামে আজ রবিবার রাত অানুমানিক সাড়ে ৯ টায় শীতার্ত মানুষের জন্য জাতির জনক বঙ্গবন্ধুর কণ্যা ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার কম্বল ঘরে ঘরে পৌছে দেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান, সজীব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী । শীতার্ত অসহায় লোকজন কম্বল পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রাণভরে দোয়া করেন।
শীতের রাতে কম্বল পেয়ে ছিন্নমূল লোকেরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সহকারী কমিশনার স্যার আমাদের দুঃখ বুঝেন। এ কারণে তিনি আমাদের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দিয়েছেন। আমরা তার এ ঋণ পরিশোধ করতে পারবো না।’
সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, প্রচণ্ড শীত পড়েছে। কয়েকদিন পূর্বে চোখে পড়ে ছিন্নমূল লোকরা শীতে একটি ছেঁড়া চাদর দিয়ে কষ্ট করে ঘুমিয়ে আছে। উদ্যোগ নিয়ে আজ রাত দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার কম্বল ঘরে ঘরে পৌছে দেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
তাদের গায়ে কম্বল পরিয়ে দিয়ে মনে তৃপ্তি পেলাম। এভাবে এ কম্বল আজমিরীগঞ্জ ছিন্নমূল লোকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আজ মোট ৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে। আমার এ চেষ্টা অব্যাহত থাকবে। ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করায় বেশ প্রশংসা কুড়িয়েছেন আজমিরীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।