কলাপাড়ায় অসহায় ২ সন্তানহারা অসহায় মা পরিভানুকে সহায়তা প্রদান করলো “মানবতার বিবেক” সংগঠন ॥

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২২
ai

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :  কলাপাড়ায় ২ সন্তানহারা অসহায় মা
পরিভানুকে সহায়তা প্রদান করলেন “মানবতার বিবেক” সংগঠন। কলাপাড়া সম্মিলিত
নাগরিক অধিকার জোটের পৌর সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে
শুক্রবার শেষ বিকেলে কলাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের ফেরিঘাট এলাকায় ওয়ার্ড
কাউন্সিলর তারেক বয়াতির কর্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও এডমিন মো:
হাফিজুর রহমান রাসেল পরিভানুর হাতে নগদ তিন হাজার টাকা ও তিন হাজার টাকা
সমমানের খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া
সম্মিলিত নাগরিক অধিকার জোটের  সাংগঠনিক সম্পাদক  সৈয়দ মো: রাসেল, বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা সম্পাদক মো: মিন্টু মিয়া ও
নাচনাপাড়া ১নং ওয়ার্ড পৌর শাখা সভাপতি মো: নুরুল হক, “মানবতার বিবেক”
সংগঠনের এডমিন ও স্থায়ী কমিটির সদস্য গাজী জামাল, পরিকল্পনা উপদেষ্টা ও
স্থায়ী কমিটির সদস্য অলিউল্লাহ মৃধা, যোগাযোগ উপদেষ্টা ও স্থায়ী কমিটির
সদস্য সোহাগ মৃধা, টেকনিক্যাল উপদেষ্টা মুফতি নুরুল ইসলাম।

এসময় “মানবতার বিবেক” সংগঠনের প্রতিষ্ঠাতা ও এডমিন মো: হাফিজুর রহমান
রাসেল বলেন, কয়েকজন প্রবাসী, চাকরীজীবি,ব্যবসায়ী ও “মানবতার বিবেক”
সংগঠনের কয়েকজন কর্মি ২ সন্তানহারা অসহায় মা পরিভানুকে সাহায্য করার জন্য
ছয় হাজার টাকা আমাদের সংগঠনে জমা করেন। সেই অর্থ পরিভানুর হাতে তুলে ওেয়া
হয়েছে এবং মানবিক এ সংগঠনের মাধ্যমে সকল পেশাজীবী মানুষের সহায়তায় অসহায়
ও দুস্থদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কলাপাড়ায় ১নং চাকামইয়া ইউনিয়নের কাঠালপাড়া গ্রামে দুই
সন্তানহারা অসহায় মা পরিভানুর বাড়ি, ২০১৮ইং: সালে সমুদ্রে মাছ শিকার করতে
যেয়ে একছেলে নিখোঁজ হয় ও ২০২২ইং: সালে আরো একছেলে বাইক দুর্ঘটনায় মৃত্যু
বরন করে, পরিভানুর স্বামী বৃদ্ধ হওয়ায় কর্মক্ষম দুই সন্তান হারিয়ে
পরিবারটি মারাত্মক অসহায় হয়ে পড়ে।




error: Content is protected !!