কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ॥
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়ায় অমর একুশে ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
নিবেদ। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন, সব বাধা
অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন একুশে ফেব্রুয়ারি।
বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে
আত্মাহুতি দিয়েছিলেন।এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি
শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর
সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি
শ্রদ্ধাভরে পালন করছেন।
তাই এ দিবসটি উপলক্ষে বিএনপি ও তার সহযোগী সংগঠন, আওয়ামীলীগ ও তার সহযোগী
সংগঠন, কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, রিপোর্টার্স ক্লাব,
সাংবাদিক ক্লাব ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন কলাপাড়া
শিশুপার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা
নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪, কলাপাড়া আসনের সংসদ সদস্য
আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী
অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মো মঞ্জুরুল
ইসলাম, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির, সাবেক কাউন্সিলর
রাশিদা বেগম, শ্রমিকলীগ নেতা গাজী মামুন, সংবাদ কর্মী সালমা কবিরসহ অনেকে
এবং উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী
মো. ফারুক, সাধারন সম্পাদক নান্নু মুন্সী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত
আহ্বায়ক হারুনর রশীদ, যুগ্ন আহ্বায়ক জুয়েল সিকদারসহ আরো অনেকে।
এছাড়াও কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, মহিপুর সদর ইউনিয়ন
আওয়ামীলীগ, কুয়াকাটা পৌর আওয়ামীলীগ, মহিপুর থানা যুবলীগ, মহিপুর সদর
যুবলীগ, শ্রমিক লীগ, মহিপুর থানা ছাত্রলীগসহ বিভিন্ন অংঙ্গ-সংগঠন, মহিপুর
কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের
মধ্য দিয়ে জাতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
এসময় শ্রদ্ধা নিবেদন শেষে থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট আকনের
নেতৃত্বে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে পায়রা বন্দরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তজার্তিক মাতৃভাষা
দিবস। সোমবার সকাল দশটায় বন্দরের অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে বীর
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পায়রা বন্দরের সদস্য ক্যাপ্টেন জাহিদ
হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পায়রা বন্দরের পরিচালক(প্রশাসন) কাজী ফারুক আহমদ,
পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম, উপ-পরিচালক প্রশাসন(প্রশাসন) তায়েবুর
রহমান ও পায়রা প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম। এছাড়াও
পায়রা প্রিপারেটরি স্কুলের শিক্ষক ও অভিভাকরা উপস্থিত ছিলেন। পরে বন্দরের
প্রিপারেটি বিদ্যালয়ের শ্রেনী কক্ষে ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে বিশেষ
আলোচনা করা হয়।