কলাপাড়ায় শিক্ষার্থীরা বছরের প্রথমদিন নতুন সরকারী বই হাতে পেয়ে আনন্দে মাতোয়ারা ॥

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

রাসেল কবির মুরাদ,পটুয়াখালী প্রতিনিধি ঃ

কলাপাড়ায় মহামারী
করোনা ভাইরাসের কারনে ঘটা করে বই উৎসব না হলেও বই বিতরন করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে দিনব্যাপী প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের
শিক্ষার্থীদের নতুন বই তুলে দেয়া হয়েছে।

প্রত্যেক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিটি
শ্রেনী কক্ষে আলাদা করে বই বিতরন করা হয়। বছরের প্রথম দিনে নতুন বই হাতে
পেয়ে স্বস্তি ফিরেছে অভিভাবকদের মাঝে। বইয়ের ঘ্রানে মাতোয়ারা ছিলো
শিক্ষার্থীরা। মহমারী করোনার প্রাদুর্ভাব কমলে আবার স্কুলে ফিরবে
শিক্ষার্থীরা এই প্রত্যাশা সকলের।

উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কলাপাড়ায় ১৭৩
টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৭ টি
কিন্ডারগার্ডেন, ৩৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৭ টি মাদ্রাসার শিক্ষার্থীদের
হাতে বই পৌছে দেয়া হবে।

বই হতে পেয়ে আনন্দে-আত্মহারা চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী সাবা তালুকদার
বলে, নতুন বই হাতে পেয়েছি। আজই পুরান ক্যালেন্ডারে পাতা দিয়ে মলাট দিবো।
আর কবিতা ও গল্প দেখব। একই কথা বলেছ শিক্ষার্থী, নিশি, আরিয়ান, মাইশা,
তনুসহ আরো অনেকে।

পৌর শহরের কলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামৈনৈ,
নাজমুস সাকিব খান কনা ও কামরুন্নাহার কানন বলেন, বছরের প্রথম দিনই
বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়েছে।

কলাপাড়া উপজেলা প্রথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন,
কলাপাড়ার সবকটি স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়েছে। ৩৫ হাজার
৪ শ’ ৮২ জন শিক্ষার্থীর মাঝে বছরের প্রথম দিন ৯৩ শতাংশ বই বিতরন করা
হয়েছে। বাকী ৭ শতাংশ শিক্ষার্থীরা আগামী কাল শনিবার বই হাতে পাবে বলে
তিনি জানিয়েছেন।




error: Content is protected !!