রাসেল কবির মুরাদ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি; কলাপাড়ায় ৫ দিনব্যাপী শুরু হতে যাচ্ছে শ্রী শ্রী কৃষ্ণের রাস উৎসব। শনিবার রাত ৯ টায় অধিবাসের মধ্য দিয়ে এ উৎসবের প্রারম্ভিক অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে
বৃহস্পতিবার পর্যন্ত কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে শতশত নারী-পুরুষসহ পূনার্থীরা। কেউ আত্মীয়-স্বজনের বাড়ী কেউবা মন্দির আঙ্গিনায় আবার কেউ কেউ জায়গা নিয়েছে বিভিন্ন হোটেল-মোটেলে এমনটাই জানিয়েছেন
স্থানীয়রা।
পঞ্জিকা মতে রবিবার দুপুর ১ টা ৫৪ মিনিটে পূর্নিমার শুরু হবে। থাকবে পরদিন সোমবার তিনটা পর্যন্ত। আর এ তিথিতে গঙ্গা¯œান’র সময় থাকবে। প্রতিবছরই পূর্নিমার তিথিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে কাকডাকা ভোরে গঙ্গাস্নান শুরু করে পূন্যাথীরা। এবছরও সোমবার ভোররাতে গঙ্গাস্নান করবে তারা। তবে করোনা ভাইরাসের কারনে সীমিত পরিসরে এ রাস উৎসব পলিত হবে।
দর্শনার্থীদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।
কলাপাড়া পৌর শহরের শ্রী শ্রী মদন-মোহন সেবাশ্রমে শ্রী শ্রী কৃষ্ণের ১৭ জোড়া যুগল মূর্তি দর্শন করবে পূর্ন্যার্থীরা। এ উপলক্ষে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পূর্নার্থীরা আসতে শুরু করেছে। রাস উৎসবকে ঘিরে মদনমোহন মন্দির প্রাঙ্গনে বিভিন্ন দোকানীরা বাহারী পশরা নিয়ে বসেছে। করোনা ভাইরাসের কারনে এবছর স্বাস্থ্যবিধি মেনে রাস উদ্যাপন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
কলাপাড়া রাস উৎসব কমিটির আহবায়ক কমল কৃষ্ণ হাওলাদার বলেন, রবিবার দুপুরে পূর্নিমার তিথি থাকলেও সাধারনত; ভোররাতে গঙ্গা¯œান হয়ে আসছে। সে হিসেবে সোমবার ভোর রাতে কুয়াকাটায় গঙ্গাস্নানে মিলিত হবে পূনার্থীরা।
কলাপাড়া মদন-মোহন সেবাশ্রমের সাধারন সম্পাদক এ্যাড. নাথুরম ভৌমিক জানান,করোনার কারনে স্বাস্থ্যবিধি মেনে এ বছর রাস উৎসব পালন করা হবে। ইতোমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।
কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার জানান,গঙ্গাস্নান ও রাস উৎসব উপলক্ষ্যে কুয়াকাটায় পর্যায়ক্রমে তিনটি মেডিকেল
টিম কাজ করে যাচ্ছে ।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান জানান, গঙ্গাস্নান ও রাস উৎসব উপলক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে সি-সি ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোষাকে পুলিশের টহলসহ নো-মাস্ক, নো-সার্ভিস বাস্তবায়নে সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।