কাউখালী বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লাইকুজ্জামান মিন্টু
মীর জিয়াদুল হক,কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
ঈদু উল-আযহা উপলক্ষে পিরোজপুর জেলার কাউখালী বাসী তথা সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, কাউখালীর চিরাপাড়া ইউনিয়নের কৃতি সন্তান সাবেক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান মিন্টু
এসময় তিনি বলেন, আমি উপজেলার সকলকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। আমি সকলের সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। আর ইসলাম ধর্মাবলম্বির জনসাধারণের বড় দুইটি ধর্মীয় উৎসবের মধ্যেই একটি ঈদ হলো ঈদ-উল আযহা। ঈদ-উল আযহা হলো ত্যাগের উৎসব। এই দিনটিতে মুসলমানেরা তাদের সাধ্যমত ধর্মীয় নিয়মানুযায়ী উট,গরু,দুম্বা কিংবা ছাগল কোরবানি দিয়ে থাকে। ইসলাম ধর্মে যার যাকাত দেয়ার সামর্থ্য রয়েছে তাঁর ওপর ঈদ উল আযহা উপলক্ষে পশু কুরবানি করা ওয়াজীব।
আর বারবার ফিরে আসে ‘ঈদ’। ঈদ এর অর্থটাই হচ্ছে ফিরে আসা। এমন এই দিনকে ঈদ বলা হয়, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে এই জন্য যে মানুষ বারবার একত্রিত হয় এবং সাধ্যমতো যার যা উপার্জন তা নিয়েই আনন্দ উৎসব করে। তাই ঈদ দ্বারাই মহান আল্লাহ তাঁর বান্দাকে নিয়ামত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকে। মহান আল্লাহ পাক মুসলিম উম্মাদের প্রতি নিয়ামত হিসেবেই ঈদ দান করেছে। তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি।
তিনি আরও বলেন বর্তমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারনে কর্মহীন হয়ে পড়া নিন্মআয়ের মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং ভবিষ্যতে যেকোন প্রাকৃতিক দূর্যোগে সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন
এবং সবাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।