কিশোরগঞ্জে করোনা সংক্রমণের ভয়াল থাবা

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

রুহুল আমিন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

হটস্পট কিশোরগঞ্জে এবার করোনা ভাইরাসের সংক্রমণের ভয়াল থাবায় রূপ নিচ্ছে কিশোরগঞ্জ সদর উপজেলায়। পুরো জুলাই মাস জুড়ে এই উপজেলায় করোনা সংক্রমণ দাপুটের সাথে বেড়ে চলেছে। জেলার অন্যান্য উপজেলা থেকে রেকর্ড সৃষ্টি করে সংক্রমণ বাড়ছে সদর উপজেলায়। গত ১২ জুলাই রবিবার কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় ১০ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৮ জনেই সদরের। জেলার ১৩ টি উপজেলায় এই পর্যন্ত মোট আক্রান্ত ১৭৩৯ জন। এরমধ্যে শুধু সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪২৪ জন। যা মোট আক্রান্তের চারভাগের একভাগ ছুঁই ছুঁই। জুলাই মাসের শুরু থেকে জেলায় করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসলেও সদর উপজেলায় তা নিয়ন্ত্রণহীনভাবে বেড়েই চলেছে।
কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ১ জুলাই হতে ১২ জুলাই জেলার ১৩টি উপজেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৮৭ জন। এর মধ্যে শুধু কিশোরগঞ্জ সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ৮৯ জন। জেলার সর্বশেষ ৫ দিনের রিপোর্ট অনুসন্ধানে দেখা যায়, ৫ দিনে ১৩ উপজেলায় মোট আক্রান্ত ৭৯ জন এরমধ্যে ৩৫ জনেই কিশোরগঞ্জ সদরের। আবার গত ২ দিনের রিপোর্ট অনুসন্ধানে দেখা যায়, ২ দিনে জেলায় মোট আক্রান্ত হয়েছে ২২ জন, এরমধ্যে ১৮ জনেই কিশোরগঞ্জ সদর উপজেলার। এই উপজেলা থেকে এই পর্যন্ত ৪০৮০ জনের নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় ৪২৪ জনের। সেই সাথে মৃত্যু হয়েছে ৬ জনের ও করোনা ভাইরাস সংক্রমণ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ৩১৭ জন।

কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে ১২ জুলাই রাতে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৩৯ জন। সেই সাথে মৃত্যু বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এই পর্যন্ত জেলায় করোনা ভাইরাস সংক্রমণ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ১৪৫২ জন।




error: Content is protected !!