কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ওসি করোনা জয় করে কাজে যোগদান

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২০

রুহুল আমিন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

করোনাভাইরাস কোভিড-১৯ কে জয় করে সুস্থ হয়েছেন করোনা রণাঙ্গনের এক অকুতোভয় যোদ্ধা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।

করোনাজয়ী ওসি মমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা দিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। বৃহস্পতিবার (১৬ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়।

এদিকে করোনাভাইরাস কোভিড-১৯ থেকে আরোগ্য লাভ করে কাজে যোগদান করতে পেরে উচ্ছ্বসিত করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম।

তিনি এক ফেসবুক স্ট্যাটাসে করোনা আক্রান্তের সময়ে দোয়া ও সহযোগিতা প্রদান করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

করোনা থেকে আরোগ্য লাভ, কাজে যোগদান ও সকলের নিকট দোয়া কামনা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন শিরোনাম দিয়ে ফেসবুক স্ট্যাটাসে ওসি মমিনুল ইসলাম লিখেছেন, “পরম করুণাময় মহান আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ নয় দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ অত:পর চৌদ্দ দিন আইসোলেশনে থেকে আজ কাজে যোগদান করলাম।

আমার করোনাকলীন সময়ে আল্লাহর অসীম কৃপার পর আমি অকাতরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান মাননীয় আইজিপি স্যার জনাব ড: বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের প্রতি।

সেই সাথে শ্রদ্বাভরে কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা রেঞ্জ ডিআইজি যিনি মানবিক পুলিশের আইকন হিসেবে পরিচিত জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) মহোদয়ের প্রতি।

সেই সাথে উদার চিত্তে কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার জনাব মাশরুকুর রহমান খালেদ (বিপিএম) বার মহোদয়ের প্রতি যিনি আমার করোনা পজিটিভ থেকে শুরু করে আরোগ্যলাভ পর্যন্ত সব খোজ খবর নিয়েছেন।

কৃতজ্ঞতা জানাচ্ছি করিমগঞ্জ থানার ইন্স:তদন্ত সহ সকল অফিসার ফোর্সদদের। তারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে দোয়া ও আমার আরোগ্য কামনায় সাধ্যমত সহযোগিতা করার জন্য।




error: Content is protected !!