কুষ্টিয়া মিরপুর তালবাড়িয়া ইউনিয়নে চলছে মাদকের রমরমা ব্যবসা

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলছে মাদক ব্যবসা, যা দেখেও দেখার কেউ নেই। সরেজমিনে গিয়ে এলাকাসূত্রে জানা যায়, চাড়ুলিয়া গ্রামের আমিন প্রামানিকের ছেলে লিটন (৩৮), আতিয়ারের ছেলে আমির (৩৫) দীর্ঘদিন ধরে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজার জমজমাট ব্যবসা করে আসছে। সন্ধ্যা হলে এলাকায় বহিরাগত মাদক সেবিদের আসা যাওয়া ও কেনা বেচা শুরু হয়। এলাকায় এই মরন নেশা রোধকল্পে প্রশাসনিক অভিযান মাঝে মধ্যে অবহত্য থাকলেও থেমে নেই এই মাদক ব্যবসা। তবে লিটনের আপন ছোট ভাই প্রতিবেদককে বলেছেন লিটন মাঝে মধ্যে এক কেজি দেড় কেজি করে গাজা এনে নিজে খায় ও বিক্রি করে।
এদিকে একই ইউনিয়নে মালাকার পাড়ায় যুগ যুগ ধরে পচা তাড়ির ব্যবসা চলছে যা বাংলা মদেও চেয়েও কোন অংশে কম নয়। ১৫ থেকে ২০ টাকা গ্লাস এই তাড়ি মাদক ব্যবসার সাথে প্রায় ডজন খানেক তাড়ি বিক্রেতা জড়িত। যার একমাত্র কাচা মাল হচ্ছে খেজুর ও তালের রস। মৃত নূরী মৃধার দুই ছেলে কারিবুল মৃধা ও মেজগার, জাদুর ছেলে কাশেম, মৃত লতিফ গাছির ছেলে রেজাউল ও জিয়া, চুন্নুর ছেলে রকি, মংলা, রশিদুল, আনারুল, শাসেম, আশা মন্ডলের ছেলে আরমিজ। উক্ত ব্যাক্তিরা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দেধাচ্ছে এই মাদক ব্যবসা করে আসছে। ইতিপূর্বে এলাকার সুশিল সমাজ রাজনৈতিক ব্যাক্তি, পুলিশ প্রশাসন স্থানীয় স্কুল মাঠে এদের বিরুদ্ধে মাদক নিরমুলের লক্ষে একাধিক বার আলোচনা সভা করেও কোন ফল হয়নি। এলাকায় চুরি, ছিনতাই, ইভটিজিং বৃদ্ধি পেয়েছে অতএব এই মাদক ব্যবসা বন্ধ রোধকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া জরুরী বলে এলাকাবাসী মনে করেন।




error: Content is protected !!