মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিবেদক:
বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের প্রভাবে ফসল ঘরে তুলতে শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে কুষ্টিয়া জেলায় দল বেঁধে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার সকালে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিকসহ প্রায় ৫০ জন ছাত্রলীগকর্মী শহরতলীর ডাঙ্গাপাড়া গ্রামে এ ধানকাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন তাঁরা । এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ঐ এলাকার কৃষক নূর মোহাম্মদের প্রায় এক বিঘা জমির ধান কেটে তাঁর বাড়িতে পৌঁছে দেন। ছাত্রলীগের এমন কর্মকান্ডে হাশি ফুটেছে কৃষকের মূখে। এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আদিকুর রহমান অনিক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে দেশের এই ক্রান্তিকালে সব সংকট মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি সফল করতে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিজ্ঞাবদ্ধ। গত বছর করোনা মহামারিতে শ্রমিক সংকটে যখন কৃষকেরা ধান কাটতে পারছিলেন না তখন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে। গত বছরের মতো এবারও যখন করোনা সংক্রমণ বাড়তে থাকতে, তখন কুষ্টিয়া ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিক সংকটে পড়া অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। চলমান সংকটে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের পাশে থাকবে বলে জানান অনিক।’ কৃষক নূর মোহাম্মদ বলেন, ‘চলমান লকডাউনের কারণে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছিলাম। যানবাহন চলাচল বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে ধানকাটা শ্রমিক আসতে পারছে না। ফলে এলাকায় দেখা দিয়েছে ধানকাটা শ্রমিক সংকট। মাঠে পাকা ধানগুলো নষ্ট হওয়ার পথে খুবই দুশ্চিন্তায় ছিলাম। আমার এমন অসহায়ত্বের কথা শুনে ছাত্রলীগের নেতাকর্মীরা টাকা-পয়সা ছাড়াই আমার এক বিঘা ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। তাদের এ সাহায্যের কথা আমি কখনো ভুলব না।’ ধানকাটা কার্যক্রমে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, জেলা ছত্রলীগের সাবেক সহ-সভাপতি আলামিন শেখ হিমেল, পৌর শহর ছাত্রলীগের আহ্বায়ক হাসিব কোরাইশি, শহর ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক রাজ, যুগ্ন-আহ্বায়ক আলিফ, যুগ্ন-আহ্বায়ক আশিক, রক্তিম ঘোষ, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুবউল আলম লিমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় ৫০ জন ছত্রলীগের নেতাকর্মীরা এ ধানকাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন।