কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে জনবল নিয়োগের টেন্ডারে জালিয়াতি।

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

(কুড়িগ্রাম)প্রতিনিধি।

কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে দুর্নীতি এখন ওপেন সিক্রেট। গোপনে টেন্ডার জালিয়াতির ঘটনার পর জনবল নিয়োগে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি দেশের অধিকাংশ সংবাদ মাধ্যমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পথ্য,ধূপি, স্টেশনারী ও নন-স্টেশনারী মালামাল সরবরাহের টেন্ডার গোপন সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে হাসপাতাল কতৃপক্ষ চাপের মুখে উক্ত টেন্ডার বাতিল করেন। যার স্বারক নং- জেনা:হাস:/কুড়ি:কমিটি /২০১৯-২০২০/৯৯৮ তারিখঃ ০৮.০৬.২০২০ ইং।

এরই মধ্যে আরেকটি টেন্ডারের দুর্নীতি ও জালিয়াতির খবর উম্মোচিত হয়েছে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে ২৯ জন ক্লিনার ও সিকিউরিটি গার্ড নিয়োগের টেন্ডার ইতোপূর্বে সম্পন্ন হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় ২০ জন ক্লিনার ও ৯ জন সিকিউরিটি গার্ড নিয়োগ প্রদানের লক্ষ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে রংপুরের স্বরলিপি সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড চূড়ান্ত দরদাতা হিসাবে মনোনীত হয়। কিন্তু মনোনীত ঠিকাদারের অগোচরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দীর্ঘদিন যাবৎ চিহ্নিত একটি চক্র গোপনে এই নিয়োগ সম্পন্নের পাঁয়তারা শুরু করে। চুক্তিনামা সম্পাদন ও কার্যাদেশের পত্র গোপন করে চিহ্নিত চক্রটি প্রতিটি নিয়োগের বিপরীতে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা গ্রহণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পাদনের অপচেষ্টা চালায়।

বিষয়টি টের পেয়ে রংপুরের স্বরলিপি সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এর স্বত্বাধিকারী রেজাউল করিম হাসপাতাল কতৃপক্ষের নিকট চুক্তিনামা সম্পাদন পত্রের জন্যে দাবি জানায়। এর প্রেক্ষিতে ২৫০ শয্যা বিশিষ্ঠ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এর তত্বাবধায়ক ডাঃ জাকিরুল ইসলাম স্বাক্ষরিত চুক্তিনামার পত্র গত ৩রা জুন ২০২০ইং এ স্বরলিপি সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এর মেইলে প্রেরণ করা হয়। সূত্রঃ জেনা:হাস:/কুড়ি:কমিটি /২০১৯-২০২০/৮৬৬/১(৪) তারিখঃ ২০.০৫.২০২০ ইং। এই পত্র প্রাপ্তির ৪ মিনিট পরে তিনি একই মেইলে কার্যাদেশের পত্রটিও পান যার সূত্রঃ জেনা:হাস:/কুড়ি:কমিটি /২০১৯-২০২০/৮৭২ তাং ২২.০৫.২০২০ ইং।

চুক্তিনামা সম্পাদন ব্যতিরেকে এবং ১৪ দিন পরে ইস্যুকৃত পত্র প্রাপ্তিতে ঠিকাদার বিস্ময় প্রকাশ করে চুক্তিপত্রের অসঙ্গতিসমূহ দূর করে নতুন করে চুক্তিনামা সম্পাদন ও কার্যাদেশ প্রাপ্তির লক্ষ্যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এর তত্বাবধায়ক বরাবর একই তারিখে স্বাক্ষরকৃত পত্র গত ৪ জুন ২০২০ ইং এ হাসপাতালে জমাদান ও মেইলে প্রেরণ করেন। স্বরলিপি সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এর স্বত্বাধিকারী লিখিত অভিযোগে জানান যে, তার স্বাক্ষর, সিলমোহর ও প্যাড জাল করা হয়েছে। তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হাসপাতাল কতৃপক্ষের সঙ্গে তিনি কোন চুক্তি সম্পাদন করেননি এবং জামানতের ৪৭ হাজার টাকার পে-অর্ডারও প্রদান করেননি।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এর তত্বাবধায়ক ডা. জাকিরুল ইসলামকে ফোন করে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি। প্রকৃত ঠিকাদারের সঙ্গে চুক্তিনামা ব্যতিরেকে কার্যাদেশ প্রদানের বিষয়টি ভিডিও রেকর্ড করতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের চূড়ান্ত ঠিকাদার স্বরলিপি সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এর স্বত্বাধিকারী রেজাউল করিমের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ঠ কতৃপক্ষকে সকল বিষয় লিখিত আকারে অবহিত করেছি। আশা করি কতৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

বিভিন্ন অনুসন্ধান করে জানা গেছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দীর্ঘদিন যাবৎ প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আশরাফুল মজিদের নেতৃত্বে একটি সিন্ডিকেট পরিচালিত হয়ে আসছে। প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আশরাফুল মজিদ ও জেলা যুবলীগের এক নেতার যোগসাজসে মূল ঠিকাদারকে পাশ কাটিয়ে আউট সোর্সিং এর এই ২৯ জন জনবল নিয়োগের পায়তারা চলছে। এটি সফল হলে এই সিন্ডিকেট ৪০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিতে সক্ষম হবে। এদিকে ইতোপূর্বে সম্পূন্ন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে ২৯ জন ক্লিনার ও সিকিউরিটি গার্ড নিয়োগের টেন্ডার জালিয়াতির এবং স্বরলিপির স্বত্ত্বাধীকারির বক্তব্য অনুয়ায়ী কুড়িগ্রাম সদর হাসপাতালের সিন্ডিকেটের বিষয়টি আমলে নিয়ে তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন টেন্ডারের অংশগ্রহনকারী আল আরাফাত সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এর স্থানীয় প্রতিনিধি মোঃ নুরুজ্জামান। ঠিকাদার নুরুজ্জামান বলেন, গত ১৩ মে ২০২০ তারিখে আউর্ট সোসিং নিয়োগের দরপ্র পূনঃযাচাইয়ের আবেদন করে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের সকল দপ্তরে এবং স্থানীয় প্রশাসনের সকল বিভাগে অনুলিপি প্রেরণ করা হলেও তা আমলে না নিয়ে অসৎ উদ্দেশ্যে স্বরলিপি নামক প্রতিষ্টানে কাগজপত্র যাচাই বাছাই না করে কাজ দেয়ার পায়তারা করছে। এদিকে টেন্ডারে অংশগ্রহনের অত্যাবশ্যকীয় শর্ত যেমন–সিকিউরিটি সার্ভিস লি. টেড. এর তালিকাভূক্ত, ব্যাংক সলভেনসি থাকতে হবে। এসব কাগজপত্র ভুয়া সত্বেও স্বরলিপি সিকিউরিটি সার্ভিস লি. টেড. কাজ দেয়ার প্রচেষ্টা বিপরীতে আইনগত পদক্ষেপ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ঠিকাদার নুরুজ্জামান।




error: Content is protected !!