কুয়াকাটায় সোমবার সূযোর্দয়ের সাথে সাথে পুন্যার্থীরা নীল জলে পুন্যস্নান করবে ॥

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
Exif_JPEG_420

রাসেল কবির মুরাদ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ

কুয়াকাটায় সমুদ্রে
পূন্যস্নান করবেন পূর্নিমাতিথীতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ।
মনোষকামনায় থাকবে ধুয়ে-মুছে যাবে জাগতিক পাপ। করোনা ভাইরাসের কারনে কোন
অনুষ্ঠানের আয়োজন না থাকলেও সূযোর্দয়ের সাথে সাথে বঙ্গোপসাগরের নীল জলে
পূন্যস্নান করবেন পূন্যার্থীরা। পঞ্জিকা মতে রবিবার দুপুর ১ টা ৫৪ মিনিটে
পূর্নিমাতিথী শুরু হচ্ছে থাকবে সোমবার বিকেল তিনটা পর্যন্ত। এ তিথিতেই
পূন্যার্থীদের গঙ্গাস্নানের সময় নির্ধারন করা হয়। পূন্যের আশায় এ বছরও
সৈকতে সমাগম হয়েছে দূর দূরান্ত থেকে পূন্যার্থী, দর্শনার্থী ও সাধু
সন্ন্যাসী নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মুলত হিন্দু
সম্প্রদায়ের ধর্মীয় উৎসব হলেও এতে অংশ নেয় সর্বস্তরের মানুষ। কুয়াকাটার
সৈকত পরিনত হয় সাবর্জনীন উৎসবে। রূপ নেয় সাস্প্রদায়িক সস্প্রীতির উৎসবে
এমটাই জানিয়েছেন স্থানীয়রা।

মহিপুর থানা ওসি মো.মনিরুজ্জামান জানান, গঙ্গাস্নান উপলক্ষ্যে তিন স্তরের
নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে সি-সি ক্যামেরা
বসানো হয়েছে। থাকছে সাদা পোষাকে পুলিশের টহল। তবে নো-মাস্ক, নো-সার্ভিস
বাস্তবায়নে সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান,
কুয়াকাটায় পূন্যস্নানে আগত পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও
উপজেলা প্রশাসনের সমন্বয় একটি নিরাপত্তা বেষ্ঠনী তৈরী করা হয়েছে। আশা করি
কোন ধরনের সমস্যা হবেনা বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। উপজেলা প্রশাসন
কুয়াকাটা পৌরসভার উদ্যোগে মন্দির ও সৈকত এলাকায় ভাসমান টয়লেট, পরিধেয়
বস্ত্র পরিবর্তন সেড, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। থাকছে দুইজন
নিবার্হী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, পুলিশ, রাযাব, মেডিকেল টিম সহ ফায়ার
সার্ভিসের একটি দল। এছাড়া পুরো কুয়াকাটাকে সিসি ক্যামেরার আওতায় আনা
হয়েছে।




error: Content is protected !!