মোঃ আশাদুল ভূঁইয়া,কোটচাঁদপুর ঝিনাইদহ প্রতিনিধিঃ
“কোভিড-১৯ সংকটঃসাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন”-এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।
দিবসটি উপলক্ষে (৮ই সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে কলেজ বাসষ্ট্যান্ড মহাসড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা হল রুমে স্বল্প পরিসরে এক আলোচনা ও কৃষকদের মাঝে সার বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আছাদুজ্জামান রিপন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোছাঃ শরিফুন্নেচ্ছা মিকি,ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন রিয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি,মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার মাহবুবুল আলম, উপজেলা শিক্ষা অফিসার রতন মিয়া,মহিলা বিষয়ক অফিসার মুন্সি ফিরোজা সুলতানা, তথ্য বিষয়ক অফিসার তানিয়া সুলতানা, আর ডি ও অফিসার বাহাউল ইসলাম সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।