কোটচাঁদপুরে সরকারি হাসপাতালের প্রাচীর নির্মান হচ্ছে নিম্নমানের ইটে
মোঃ আশাদুল ভূঁইয়া কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ কোটচাঁদপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাচীর নির্মান হচ্ছে ৩ নাম্বার গ্রেটের ইট দিয়।
ঝিনাইদহের নির্ধারিত এক ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজটি করছে। জানা গেছে কিছুদিন আগে একটি মেইন গেট তৈরি করে, কিন্তু নিম্নমানের তৈরি সামগ্রী ব্যবহার করায় গেট তৈরির শুরুতেই সেটা ভেঙে পড়ে। এতে করে ভয়াবহ এক দূর্ঘটনার কবল থেকে রক্ষা হয়।
জনমতের প্রশ্ন উঠে কোন অদৃশ্যের শক্তিতে ওই ঠিকাদার প্রতিষ্ঠান এত নিম্নমানের কাজ করছে। যেখানে সারাদেশে দূর্নীতি রুখতে সরকার নিরলসভাবে কাজ করছে আর সেই অবস্থায় এই ঠিকাদার প্রতিষ্ঠান কোটচাঁদপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এমন নিম্নমানের কাজ করার সাহস কোথা থেকে পাচ্ছে।
আরও জানা যায়, কোটচাঁদপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তা, টি এস সি, এবং হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাদের কোন নজর এই কাজের দিকে নাই,তাহলে কি জনগণ ভাববে এই কাজের সাথে তাদেরও যোগসাজশ রয়েছে?
বর্তমান এই কাজের সর্বাক্ষনিক নজরদারি রাখার কথা হাসপাতালের কর্মকর্তাদের কিন্তু সেখানে তারা নিশ্চুপ মেরে রয়েছে।
এমতবস্থায় কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি শিঘ্রই যেন এই কাজ বন্ধ করে, এবং সচ্ছলতা করে পুনরায় নির্মান কাজ শুরু করে।