খন্দকার মঞ্জুর আহমেদ এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরন করেন ছাত্রলীগ নেতা

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

আবু জাহান তালুকদার।

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের ১নং উত্তর শ্রীপুুর ইউনিয়ন নিম্নাঞ্চলের তরং, শ্রীপুর,নয়াবন্দ ও মন্দিয়াতা গ্রামের পানিবন্দি ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ সভাপতি খন্দকার মঞ্জুর আহমেদ এর পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবু জাহান তালুকদার।

(২৭শে জুলাই)সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উত্তর শ্রীপুুর ইউনিয়নের তরং, শ্রীপুর, নয়াবন্দ ও মন্দিয়াতা গ্রামে পানিবন্দি ও আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোকজনের দ্বারেদ্বারে নৌকা যুগে গিয়ে এসব শুকনো খাবার বিতরণ করেন।

উল্লেখ্য যে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্ত নদী এবং পাহাড়ি ছড়া ভেদ করে ঢলে পানি ঢুকে পানিবন্দি করে ফেলে উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লা।

গ্রামীণ বসতিতে ঢলের পানি ঢুকে পড়ায় কোনো কোনো পরিবারে চুলো জ্বালানো সম্ভব হয়নি। ফলে পানিবন্দি পরিবারগুলোতে দেখা দেয় শুকনো খাবারের তীব্র সংকট।

এ অবস্থায় সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ সভাপতি খন্দকার মঞ্জুর আহমেদ এর ব্যক্তিগত তহবিল থেকে চিড়া,গুর ও সাবান উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং,শ্রীপুর, নয়াবন্দ ও মন্দিয়াতা গ্রামের বন্যায় প্লাবিত পানিবন্দি পরিবারের লোকজনের মধ্যে এসব শুকনো খাবার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবু জাহান তালুকদার, তুফায়েল তালুকদার, রাহুল তালুকদার, অমিত,তুহিন,অনিক প্রমুখ।




error: Content is protected !!