খুলনা শিরোমণি বাজারে মরহুমা বেগম রাজিয়া নাসের-এর রুহের মাগফিরত কামনায় স্বরণসভা দোয়া ও গণভোজের আয়োজন

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

মোঃইউসুফ শেখ,খুলনা প্রতিনিধিঃ

সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার চাচী বেগম রাজিয়া নাসের-এর মাগফিরাত কামনায় খুলনা শিরোমণি বাজার ব্যবসায়ীবৃন্দর আয়োজনে স্বরণসভা, দোয়া ও গণভোজের ব্যবস্থা করা হয়। আজ ২৯ নভেম্বর রবিবার এশা বাদ শিরোমনি বাজার কেডিএ মার্কেটের পূর্ব পাশে স্বরণসভা , দোয়া ও গণভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাজার কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, বর্তমানে শিরোমনি বাজারের প্রসার ও প্রচার দুটোয় এগিয়ে চলেছে, আর এসব সম্ভব হয়েছে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে। বাজারের সার্বিক উন্নয়নে সংশিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে আসন অলংকীত করেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। দোয়া অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হাজী হাফেজ মওলানা আতাউর রহমান, পেশ ঈমাম শিরোমনি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আরো উপস্থিত ছিলেন, শেখ মনিরুল ইসলাম, চেয়ারম্যান ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ, খানজাহান আলী থানার প্রেসক্লাবের সভাপতি প্রমুখ।




error: Content is protected !!