চুয়াডাঙ্গা জেলায় আগামী শনিবার থেকে প্রার্থমিক পর্যায়ের পর মাধ্যমিক পর্যায়ে টিভির মাধ্যমে ক্লাস শুরু হতে যাচ্ছে।
মাহাম্মুদ হাসান জীবন, জীবননগর প্রতিনিধি (চুয়াডাঙ্গা)
আগামী শনিবার থেকে এবার প্রার্থমিক পর্যায়ের পর মাধ্যমিক পর্যায়ে টিভির মাধ্যমে ক্লাস শুরু করার ঘোষণা দেন, জেলাটির
জেলা প্রশাসক মোঃ নজরুল সরকার স্যার বলেন, একজন দায়িত্ববান ও স্নেহশীল অভিভাবক (বাবা/মা) হিসাবে আপনার সন্তানের সুশিক্ষা ও সুস্বাস্হ্য দুটোই আপনার জন্য প্রয়োজনীয়।বর্তমান সময়ে বিদ্যালয়ে গেলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে,আবার দীর্ঘদিন না গেলে শিক্ষায় ব্যাঘাত ও মানসিক স্বাস্হ্যের ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই করোনাকালীন দুর্যোগের সময়ে আপনাকে এ উভয় সংকট হতে মুক্তি দিতে এ জেলার অভিভাবক, জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার স্যারের নির্দেশনায় শনিবার(১০.০৬.২০২০) হতে সকাল ০৯.৩০ টা থেকে ১০.৩০ টা পর্যন্ত কেবল টিভিতে মাধ্যমিক পর্যায়ের এবং ১০.৩০ থেকে ১১.৩০ টা পর্যন্ত প্রাথমিক পর্যায়ের পাঠদান কর্মসূচী প্রচারিত হচ্ছে। আপনি নিজ বাসস্হানে অবস্হান করে, নিরাপদে, করোনা ঝুঁকিমুক্ত ভাবে আপনার শিশু সন্তানকে পড়াশুনা করাতে পারেন। এতে একদিকে তার পড়াশুনাও চলমান থাকবে অন্যদিকে সে কিছুটা ভিন্ন আঙ্গিকে জ্ঞানাজর্নের অভিজ্ঞতা সন্ঞ্চয় করবে।কেবল টিভিতে পাঠদান কর্মসূচীকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি, বলে জানান তিনি।