চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আন্তঃজেলা চরমপন্থি নেতা ও শীর্ষ সন্ত্রাসী সাঈদ মালিতা ওরফে টাইগার সাঈদকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার ভোরে উপজেলার তিওরবিলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এ গ্রামেরই বাসিন্দা।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলাম বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
তিনি জানান, গোপন তথ্যে সাঈদের বাড়িতে অভিযান চালায় র্যাব। এসময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি, একটি চাপাতি, দুটি মোবাইল সেট এবং দুটি সিম কার্ড পাওয়া গেছে।
তিনি আরো জানান, সন্ত্রাসী সাঈদ মালিতা চাদাবাজি, অপহরণ, হত্যা, গুম এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় চারটি গ্রেপ্তারি পরোয়ানাসহ অন্যান্য থানায় একাধিক মামলা রয়েছে। একাধিক মামলার আসামি হয়েও দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল সাঈদ মালিত