তবুও বিজয় ছুঁয়ে যাক তাদের

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০

লালমোহন ভোলা প্রতিনিধিঃ

ব্যস্ত জীবনে যাদের কথা অপ্রাসঙ্গিক তেমনি খেটে খাওয়া মানুষদের নিয়ে বিজয়ের আনন্দ উদযাপন করল রবিকর ফাউন্ডেশন। গতকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে লালমোহন রবিকর ফাউন্ডেশন লালমোহন মঙ্গল সিকদার বেড়িবাঁধের পাশে ছিন্নমূল মানুষদের জন্য দুপুরের খাবার এর ব্যবস্থা করে।

বিজয়ের ৪৯ বছর পার করলেও অনেক অর্জনের সাথে কিছু ব্যর্থতার গল্পও রয়েছে আমাদের। ঠিক যেমন স্বাধীনতার এতগুলো বছর পরেও বেড়িবাঁধের পাশে অনিশ্চিত অসংখ্য মানুষের জীবন।অনিশ্চিত যেমন মাঝিদের নৌকার গন্তব্য তেমনি তাদের গৃহিনীরাও জানে আনন্দের দিনেও চুলোয় আগুন জ্বলবে কিনা। বিজয়ের আনন্দ এই জনপদে এখন আর তেমন স্পর্শ করে না। আর তাই জাতীয় জীবনের সবচেয়ে বড় আনন্দের দিনটি উদযাপন করতে রবিকর ফাউন্ডেশন ছুটে যায় প্রান্তিক এই জনপদে। শতাধিক মানুষের জন্য তারা নিজেদের অর্থায়ন আর শ্রমে ব্যবস্থা করে দুপুরের খাবার। দুপুরের পরই মঙ্গল সিকদার লঞ্চ ঘাটের আশেপাশের কলোনিতে বাক্সবন্দী করে খাবার নিয়ে আসে আয়োজকরা। সেচ্ছাসেবী সংগঠনটির সদস্যের আন্তরিক প্রচেষ্টায় সুশৃংখল ভাবে প্রকৃত চাহিদাসম্পন্ন অসহায়দের হাতে খাবার তুলে দেওয়া হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিজয়ের দিনে জীবন যুদ্ধে টিকে থাকা এই মানুষগুলোর হাসিমুখই তাদের প্রাপ্তি। ভবিষ্যতে এই মানুষগুলোর সাহায্যে পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করে তারা বলেন, বিজয়ের আনন্দ ছড়িয়ে যাক ১৭ কোটির অন্তরে যাদের নিয়ে গড়ে উঠবে আমাদের স্বপ্নের সোনার বাংলা।
এসময় উপস্থিত ছিলেন নওফেল ,আশফাক, মুগ্ধ , বিজয় , আবিদ , সিজান প্রমূখ।




error: Content is protected !!