তাহিরপুর সীমান্তে বিজিবি-র অভিযানে নৌকা সহ আটক ভারতীয় গাঁজা,কয়লা ও পাথর।

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

আবু জাহান তালুকদার:সুনামগঞ্জ প্রতিনিধি:তাহিরপুর সীমান্তে পৃথক তিনটি অভিযানে চোরাই পথে আসা ভারতীয় গাঁজা, কয়লা পাথরসহ ৪টি ই ইঞ্জিনচালিত ছোট নৌকা আটক করেছে সুনামগঞ্জ ২৮ (বর্ডার গার্ড) বিজিবি। যার বাজার মূল্য ৫ লাখ, ২০ হাজার, ৭শত টাকা।
বিজিবি মিডিয়া সেল জানায় লাউরগড় বিওপির টহল দল আজ ২৪জুলাই শুক্রবার সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার ০৫নং বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ৬০ঘনফুট ভারতীয় পাথর ও ৪টি ইঞ্জিন সহ নৌকা আটক করে। যার আনুমানিক মূল্য ৪লক্ষ ৮৭হাজার ২শত টাকা।এর পূর্বে বৃহস্পতিবার ২৩জুলাই বৃহস্পতিবার সীমান্তের ১২০৬/৪-এস এর নিকট হতে আনুমানিক ১৫০গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলা সীমান্তের ০৫নং বাদাঘাট ইউনিয়নের মোনাইপাড় নামক স্থান হতে ০৪কেজি গাঁজা আটক করে যার আনুমানিক মূল্য ১৪০০০/=টাকা
একই দিনে চারাগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ১৯৯৫/৩-এস এর নিকট হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশর অভ্যন্তরে উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও নামক স্থান হতে ১৫০০কেজি ভারতীয় কয়লা আটক করে যার মূল্য ১৯৫০০/=টাকা

সুনামগঞ্জ (বিজিবি-২৮)ব্যাটালিয়ন পরিচালক লে.কর্নেল মাকসুদুল আলম ঘটনার নিশ্চিত করে জানান,আটককৃত ভারতীয় গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা,পাথর,ইঞ্জিন চালিত নৌকা ও ইঞ্জিন শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।




error: Content is protected !!