দিনাজপুরের বিরামপুরে ৭টি ঔষধের দোকানে ভ্রাম‍্যমান আদালতে জরিমানা ৬৯ হাজার

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

আসলাম উদ্দিন,জেলা প্রতিনিধি দিনাজপুর;
দিনাজপুরের বিরামপুরে বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালিয়ে বিদেশী অনুমোদন হীন ঔষধ নকল ঔষধ ও মেয়াদত্তীর্ন ঔষধ রাখার দায়ে ভ্রাম‍্যমান আদালতের মাধ‍্যমে দোকানের মালিককে জরিমানা করেন। এসময় বিরামপুর মেডিসিন কর্নার হতে অনুমোদনহীন বিদেশী ঔষধ ওস‍্যাম্পল ৪বস্তা জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মুহসিয়া তাবাসুম এ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা সহকারী পরিচালক(ঔষধ) আরেফিন সুলতান উপস্থিত ছিলেন।
অভিযানে বিরামপুর মেডিসিন কর্নারকে ৫০হাজার টাকা অনুমোদন হীন বিদেশী ঔষধ রাখার দায়ে লিপি ফার্মেসীকে ৫ হজার টাকা সাহারা ফার্মেসীকে ২হাজার টাকা তাহরিম ফার্মেসীকে ২হাজার সাধনাবিশ্ব শান্তিঔষধালয়কে ২হাজার টাকা রিপন হোমিওহলকে৩হজার টাকা রুকিনা ফার্মেসীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
দীর্ঘ দিন হতে বিরামপুরের কিছু ঔষধ ব‍্যবসায়ী অনুমোদনহীন বিদেশী ও দেশী বিক্রি করছিল সেই অভিযোগের ভিত্তিতে
আজ জেলা সহকারী পরিচালক আরেফিন সুলতান সহ অভিযান পরিচালনা করে ৭টি দোকান কে জরিমানা করা হয় ওঔষধ জব্দ করা হয়।




error: Content is protected !!