নওগাঁ প্রতিনিধি : জেলায় চলমান শারদীয় দূর্গোৎসবে পূজা মন্ডপগুলোতে ৪ লক্ষ ১৪ হাজার কেজি বা ৪১ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাপূজার কিছুটা খরচ সংকুলানের লক্ষ্যে সরকারের ত্রান বিভাগ থেকে এই বরাদ্দ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান জানিয়েছেন বরাদ্দকৃত চাল জেলার ৮২৮টি মন্ডপের প্রত্যেকটিতে ৫০০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।
সূত্রমতে উপজেলা ভিত্তিক পূজামন্ডপের সংখ্যা ও বরাদ্দকৃথ চালের পরিমাণ হচ্ছে নওগাঁ মেট্রো উপজেলায় ১১৯টি মন্ডপের অনুকূলে ৫৯ দশমিক ৫ মেট্রিক
টন, রানীনগর উপজেলায় ৫২টি মন্ডপের অনুকূলে ২৬ মেট্রিক টন, আত্রাই উপজেলায় ৫১টি মন্ডপের অনুকূলে ২৫ দশমিক ৫ মেট্রিক টন, বদলগাছি
উপজেলায় ১০৭টি মন্ডপের অনুকূলে ৫৩ দশমিক ৫ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ১৬০টি মন্ডপের অনুকূলে ৮০ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায়
৩২টি মন্ডপের অনুকূলে ১৬ মেট্রিক টন, পত্নীতলা উপজেলায় ৮৬টি মন্ডপের অনুকূলে ৪৩ মেট্রিক টন, মান্দা উপজেলায় ১১৭টি মন্ডপের অনুকূলে ৫৮
দশমিক ৫ মেট্রিক টন, পোরশা উপজেলায় ১৮টি মন্ডপের অনুকূলে ৯ মেট্রিক টন, সাপাহার উপজেলায় ১৮টি মন্ডপের অনুকূলে ৯ মেট্রিক টন এবং
নিয়ামতপুর উপজেলায় ৬৮টি পূজামন্ডপের অনুকূলে ৩৪ মেট্রিক টন চাল বিতরন করা হয়েছে।#