নীলফামারী জেলায় পাশের হার ৮৩.২৫ শতাংশ, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জুন ১, ২০২০

এ জি মুন্ন- নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলায় এ বছর এসএসসি পাস করেছে ১৮ হাজার ৭৪০ শিক্ষার্থী। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৪৭১ জন। এ জেলায় এবার পাসের হার ৮৩.২৫ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান। তিনি বলেন, এখান থেকে ২২ হাজার ৫১০ জন অংশগ্রহণ করে এবারের এসএসসি পরীক্ষায়।

দিনাজপুর বোর্ড সূত্র জানায়, ১১ হাজার ৭৮৯ জন ছেলের মধ্যে পাস করেছে ৯ হাজার ৬৪১ জন এবং ১০ হাজার ৭২১ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৯৯ জন। পাসের ক্ষেত্রে তিন বিভাগেই পিছিয়ে রয়েছে ছেলেরা। ৮৪.৮৭ ভাগ মেয়েরা পাস করলেও সেখানে ছেলেদের পাসের হার ৮১.৭৮ ভাগ।

জেলা শহরের দুই শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে এগিয়ে রয়েছে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি রংপুর অঞ্চলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিপ্লব কুমার দাস জানান, এখান থেকে ২৩০ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করে জিপিএ ৫ অর্জন করেছে ১৫৫ জন।

নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫৮ জন অংশ নিয়ে পাস করেছে ২৫৭ জন আর জিপিএ ৫ পেয়েছে ৮০ জন। পাসের হার ৯৯.৬১ শতাংশ।




error: Content is protected !!