নীলফামারী সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও তার মেয়ে করোনায় আক্রান্ত
এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধি :নীলফামারীতে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী ও তার ১৪ বছরের মেয়েসহ ৩ জনের নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে।
সোমবার (৮ জুন) রাতে সিভিল সার্জন ড. রঞ্জিত কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন।
৫ ও ৬ জুন সংগ্রহ করা ৩৪টি নমুনার মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তিন জনের তথ্য পাওয়া যায়।
আক্রান্তরা হলো, নীলফামারীর সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী ও তার ১৪ বছরের মেয়ে এবং জেলা শহরের একটি পেট্রোল পাম্পের ৫৩ বছরের একজন করোনা পজেটিভ।
এ নিয়ে জেলায় মোট করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়াল ১৫৯ জন। জেলা সদরে ৬০, ডোমারে ২৩, ডিমলায় ১৭, জলঢাকায় ২০, কিশোরীগঞ্জে ১২, সৈয়দপুরে ২৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন। মৃত্যু বরণ করেছেন ৫ জন।