মোঃ ইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি;
নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে নোয়াখালীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৪৭ জনে। করোনাভাইরাসে জেলায় মৃত্যু হয়েছে ৩৫ জনের।
গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে সুস্থ হয়েছেন ৩১ জন, জেলায় মোট সুস্থ হয়েছেন ২৮৮ জন।
শুক্রবার (১২ জুন) এ সব তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৫৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৮৭০ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন।করোনার রেড জোন হিসাবে চিহ্নিত নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় ৫ম দিনের মতো লকডাউন চলছে। দুই উপজেলায় মুদি দোকান ও ফার্মেসি খোলা ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ।