মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ করতে হবে,করে দাও, এ শ্লোগানে বাংলাদেশ শিক্ষক সমিতি, নোয়াখালী জেলা শাখা শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে র্যালী ও দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং শিক্ষকদের দাবি আদায়ের ব্যাপারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শিল্প কলা একাডেমির সামনে থেকে এক বিশাল বর্ণাঢ্যর্যালী শুরু হয়ে ঐতিহ্যবাহী হরিনারায়ন পুর উচ্চবিদ্যালয় মাঠে এসে শেষ করে বিশাল শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির নোয়াখালী জেলা শাখার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় শতবর্ষ পূর্তির আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন-নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস -চ্যাল্সেলর .প্রফেসর ড. মো:দিদার-উল-আলম।
মূখ্য আলোচক বি.টি.এ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মো:বজলুর রশিদ মিয়া, বিশেষ অতিথি অধ্যাপক এ.কে.এম সেলিম চৌধুরী অধ্যক্ষ সেনবাগ সরকারি কলেজ,জেলা শিক্ষা অফিসার মো:ছালে উদ্দিন, আব্দুল ওদুদ পিন্টু,চরজব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বি.টি.এ সদর উপজেলা সভাপতি এ.বি.এম আব্দুল আলীম প্রমূখ।অনুষ্ঠানে বক্তারা বেসরকারি-সরকারী বৈষম্য দূর করে মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের জন্য রাষ্ট্র প্রধানের নিকট জোর দাবি তুলে ধরেন। অনুষ্ঠানে জেলার কর্মরত প্রায় ১২শত শিক্ষকসহ রাজনৈতিক,সুশীল ব্যক্তি ও গণ মাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
2 Attachments