মীর জিয়াদুল হক,পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরের পৃথক সড়ক দূর্ঘটনায় গাউস হাওলাদার (৫৬) নামের এক ভ্যানচালক নিহত ও মনির শিকদার (৫১) এবং ফিরোজ শিকদার (৪৩) নামের দুই সহোদর গুরুতর আহত হয়েছে। নিহত ভ্যান চালক গাউস হাওলাদার উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পূর্ববানিয়ারী গ্রামের মৃত ছবেদ আলী হাওলাদারের পুত্র। আর আহত দুই ভাই উপজেলার শ্রীরামাকাঠী গ্রামের মালেক শিকদারের পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুমন হাওলাদার জানান, সোমবার (২৭ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উপজেলা হাসপাতাল সংলগ্ন বাসষ্ট্যান্ডে থেকে ভ্যান চালক গাউস হাওলাদার তার সিমেন্ট ভর্তি ভ্যান নিয়ে উপজেলার মাটিভাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাস তাকে ধাক্কা দিলে তার ভ্যান উল্টে তিনি ভ্যানের নিচে চাঁপা পড়ে নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার অতনু মিত্র জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
আরোও আহত মনির শিকদার বলেন , তিনি ও তার ছোট ভাই ফিরোজ আধাজুড়ি থেকে নাজিরপুরে যাওয়ার সময় উপজেলার চৌঠাইমহল রাবেয়া পেট্্েরাল পাম্পের কাছে বসে বিপরীত দিকে থেকে ৩ জন বহন করা দ্রুত গতির একটি মোটর সাইকেল তাদের ধাক্কা দিলে তারা ২ ভাই সেখানে পড়ে আহত হন। আহত ওই ২ ভাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।