প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে-এমপি শাওন

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০

এনামুল হক রিংকু লালমোহন প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শেখহাসিনার জনপ্রিয়তায় ঈশ্বানিত হয়ে কোন প্রকার ষড়যন্ত্রের অপচেষ্টা করলে বাংলাদেশর মানুষ তার দাত ভাঙা জবাব দিবে।আমি সকলের কাছে বলতে চাই যদি কোন ষড়যন্ত্রের আবাস পান তাহলে সাথে সাথেই আইন শৃঙ্খলাবাহিনীকে খবর দিবেন। এই দেশে আর কোন ষড়যন্ত্র হতে দেয়া হবে না।
বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে সারা বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ঐক্যবদ্ধ আছে ।
আজ লালমোহন ও তজুমুদ্দিন উপজেলাকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূর্গে পরিনত করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা তথা বাংলাদেশ আওয়ামীলীগের বিরুদ্ধে কোন প্রকারষড়যন্ত্র করলে সে-ই সকল ষড়যন্ত্রকারীদের স্থান বাংলার মাটিতে হবেনা । মুজিব জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মজীবনী তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে হবে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডও তুলে ধরতে হবে।

শনিবার বিকাল ৪ ঘটিকার সময় জাতীয় শ্রমিকলীগ লালমোহন উপজেলা ও পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ এবং মহান বিজয় দিবস উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বিশাল মিছিল পরবর্তী লালমোহন বাজার চৌরাস্তার মোড়ে এক জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
তার আগে জাতীয় শ্রমিকলীগ লালমোহন উপজেলা ও পৌরসভা শাখা কর্তৃক আয়োনে এমপি শাওনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।

এসময় সভায় উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি জাকির পঞ্চায়েতের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক সফিকুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্ববায়ক তানজিম হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জসিম ফরাজী, উপজেলা ছাত্রলীগের আহ্ববায়ক মূর্তজা সজিব, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, পৌর শ্রমিকলীগের সভাপতি আনিচল হক উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মাসুদ প্রমূখ।

এদিকে এমপি শাওনের আগমনে দলীয় নেতাকর্মীরা বেলা ১২ টার দিকে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের সামনে সমবেত হন। দুপুর ২ টায় এমপি শাওন নিজ নির্বাচনী এলাকায় এসে পৌছলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।




error: Content is protected !!