মোঃ সোহাগ হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণেরবার ও ১টি মোটরসাইকেলসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (৭ সেপ্টেম্বর) পুটখালী বিওপি’র একটি টহল দল তাদেরকে আটক করে।
আটককৃত আসামীরা হলো, বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের রমজান আলীর ছেলে হাবিবুর রহমান (২৯) ও আবু বক্করের ছেলে আক্তারুল ইসলাম (২৫)।
খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে একটি টহল দল ইছাপুর খালপাড় জামে মসজিদ এ’র পাশে অভিযান চালিয়ে ১০ পিস স্বর্ণেরবার ও ১ টি মোটরসাইকেল সহ তাদের কে আটক করা হয়। যার আনুমানিক মূল্য- ৮৬ লক্ষ ২০ হাজার টাকা।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।