মহান স্বাধীনতা যুদ্ধে পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০

আলমগীর বাবুঃচাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান।চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ‘‘মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ই ডিসেম্বর বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন্সে এটি অনুষ্ঠিত হয়। যার সভাপতিত্ব করেন পুলিশ সুপার মাহবুবুর রহমান।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, মুক্তিযোদ্ধারা কখনো মারা যায়না, তারা মারা যাবেনা এবং ৭১’র বীর যোদ্ধারা কখনো নড়বড়ে হাঁটে না। আমরা হয়তো যথাযোগ্য প্রতিদান দিতে পারি না।

আর সেটা আমাদের অনেক সিমাবদ্ধতার কারনে সম্ভব হয়না। এরমধ্যে প্রধান সিমাবদ্ধতা হচ্ছে, আমাদের নৈতিক সিমাবদ্ধতা। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সে সিদ্ধান্তটা হচ্ছে-চাঁদপুর জেলার পক্ষ থেকে পুলিশ মুক্তিযোদ্ধাদের নাম গেজেটভুক্ত করণে প্রক্রিয়া সহজীকরণ সেল তৈরি করবো। আর এটা গঠন করতে পারলে আমি মনে করবো মুক্তিযোদ্ধাদের প্রতি সঠিক সম্মান দিতে পেরেছি।

তিনি আরো বলেন, আমি সেই অফিসারকে এই সেলের প্রধান করবো, যার পরিবারের সদস্যে একজন মুক্তিযোদ্ধা রয়েছেন। আগে দেখতে হবে আমার ওই পুলিশ অফিসারের পরিবারের কোন সদস্য মুক্তিযুদ্ধের সাথে সরাসরি জড়িত ছিলো কিনা। কারণ ব্যাথা সেই বুঝতে পারে যে সাপের কামড় খেয়েছে। যাকে কভু আসি বিষে দংশেনি সে কখনো সাপের কামড়ের ব্যথা বুঝবে না। যে অফিসারের পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধের বেদনা লুকিয়ে আছে। সেই অফিসারকে নির্ধারণ করবো এই কমিটিতে।

তিনি আরো বলেন, আমি মনে করি মানসিক পরিবর্তন বা চেতনাটাকে যদি আমরা পরিবর্তন করতে পারি। তাহলেই আমাদের এই অনুষ্ঠান সফল হবে। সবশেষে যদি একটা মুক্তিযোদ্ধা পরিবারকেও আমি গেজেটভুক্ত করতে পারি।মহান রাব্বুল আলামিনের কাছে বলবো, আমি ১৭ ডিসেম্বর’২০ইং তারিখে যে অঙ্গিকার করেছিলাম। সেই অঙ্গীকারটি আমি রাখতে পেরেছি।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বকাউল।

সভায় মুক্তিযুদ্ধের বীরুত্বের কথা আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা (অব:) এসআই ইউসুফ আলী (সশস্ত্র), এসআই মোঃ আমির হোসেন (সশস্ত্র), এএস আই’ আব্দুল মান্নান (সশস্ত্র) ও পুলিশ সদস্য তোফাজ্জল।

এছাড়াও সভায় প্রয়াত ও অসুস্থ্য মুক্তিযোদ্ধাদের পরিবারের পক্ষে অনুভূতি প্রকাশ করেন, মৃত এএসআই মোহনবাশি দত্তের ছেলে অজিত দত্ত, এসআই রুহুল আমিন কন্যা রেবেকা সুলতানা, মৃত পুলিশ সদস্য সফিকুল ইসলামের স্ত্রী ও অবসর প্রাপ্ত পুলিশ সদস্য সেকান্দার আলীর ছেলে ফরহাদ আহমেদ।

এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আঃ রহিমসহ জেলা পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।

জানা যায়, অনুষ্ঠানে ৫৯ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদানের আয়োজন করা হয়েছিলো। সময় স্বল্পতার কারণে ‘মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সন্মাননা’২০’ এর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অবসর প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলমসহ ২ জন মৃত পুলিশ মুক্তিযোদ্ধার পরিবার এবং ২ জন জীবিত পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠান থেকে ঘোষণার প্রেক্ষিতে বাকি সম্মাননা ক্রেস্টগুলো স্বস্ব ঠিকানায় পৌঁছে দেয়া হবে জানিয়েছেন।উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ও সাঃসম্পাদক সহ জেলা পুলিশের সকল সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।




error: Content is protected !!