মহানবী (সা:) এর ব্যঙ্গকার্টুন প্রকাশের প্রতিবাদে কোটচাঁদপুরে বিক্ষোভ সমাবেশ
মোঃ আশাদুল ভূঁইয়া কোটচাঁদপুর ঝিনাইদহ প্রতিনিধিঃ
ফ্রান্সে মহানবী (স:) এর ব্যঙ্গকার্টুন প্রকাশ ও মুসলিমদের অমানবিক নির্যাতনের প্রেক্ষিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে কোটচাঁদপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ। (শুক্রবার) জুম্মার নামাজ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটচাঁদপুর উপজেলা শাখার পক্ষ থেকে এ আয়োজন করা হয়। শহরের মেইন বাসষ্ট্যান্ড বায়তুন নূর জামে মসজিদ চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাসষ্ট্যান্ড চত্তরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বায়তুন নুর মসজিদের ইমাম সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তিনি বলেন ফ্রান্সের পন্য বয়কট করতে হবে, ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী সা:- এর অবমাননাকর কার্টুন প্রদর্শন করা হয়েছে। আমাদের ইসলাম বিদ্বেষ ও মহানবী সা:-এর অবমাননায় বিশ্বের দুই শ’ কোটি মুসলমান ব্যথিত হয়েছে। মহানবী সা:-এর অবমাননা কোনোভাবেই বিশ্বমুসলিম বরদাশত করবে না। বিক্ষব্ধ মুসলমানদের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। মহানবী সা:-কে ব্যঙ্গকার্টুন প্রকাশকারী রম্য পত্রিকা শার্লি এবদো বন্ধ করতে হবে। ফ্রান্সকে বয়কট এবং ফ্রান্সের পন্য বর্জন করতে হবে।