মুক্তিযুদ্ধের সময় হিন্দু মুসলিমসহ সকল ধর্মের লোক যুদ্ধ করেছিল- সম্প্রীতি সমাবেশে বক্তারা
আসলাম পারভেজ হাটহাজারী
৭১ এর মুক্তিযুদ্ধের সময় যখন হালদা নদী, পদ্মা, মেঘনা, যমুনা নদী রক্তে লাল হয়েছিল, একেরপর এক লাশ ভেসেছিল তখন তো প্রশ্ন করা হয়নি কে মুসলিম কে হিন্দু কিংবা কে খ্রীষ্টান। সকল ধর্মের লোক একত্রিত হয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। তখনো আমাদের মাঝে সম্প্রীতির বন্ধন ছিল। এখনো আছে কিন্তু এক শ্রেণীর কুচক্রী মহল ধর্মের দোহাই দিয়ে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাছিলে একে অপরের মধ্যে বিবেধ সৃষ্টি করার পাঁয়তারা করছে। এ দেশে সম্প্রীতি নষ্ট করতে চাইছে আসলে তারা প্রকৃতপক্ষে কেউই ধর্মে বিশ্বাস করেনা। তারা সুযোগ সন্ধানী। গতকাল বিকেলে হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বক্তারা কথাগুলি বলেন। বক্তারা সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনা নিয়ে বলেন, পবিত্র কোরআনকে সবাই সম্মান করে। পবিত্র এই গ্রন্থ কে অসম্মান কোনমতেই প্রকৃত ধার্মিকের পক্ষে সম্ভব নয় সে যে কোন ধর্মের হোক। এক শ্রেণীর দুষ্টচক্র দেশে অরাজকতা সৃষ্টির লক্ষে এ হীন কাজটি করলেও দেশের প্রশাসন, সকল ধর্মের লোক একত্রিত হয়ে শান্তিপুর্ণভাবে তাদের উদ্দেশ্য নস্যাৎ করে দিয়েছে। এ দেশ সম্প্রীতির দেশ তা হাটহাজারী মাদ্রাসা এবং তৎসংলগ্ন মন্দিরের অবস্থান প্রমান করে। হাটহাজারীতে উদ্ধত্যপূর্ণ আচরণ করে কেউ পার পাবে না জানিয়ে বক্তারা সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের সঞ্চালনায় এসময় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, হাটহাজারীর সংসদ সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পিকার ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
প্রধান অতিথি ছাড়াও এতে আরো বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, ইসকনের চট্টগ্রাম বিভাগের সাঃ সম্পাদক ও মেখল পুন্ডরিকধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, উপজেলা ইমাম সমিতির সভাপতি সৈয়দ হাফেজ আহম্মদ। এ ছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় যথাক্রমে নুরুল আলম বাসেক ও মোক্তার বেগম মুক্তা, উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, বর্তমান সদস্য ধলই ইউনিয়নের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ চৌধুরী, উত্তরজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসন্তী প্রভা পালিত, গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, সাংবাদিক, সুশীল সমাজ, ছাত্র সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরান থেকে পাঠ করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের সহকারী ইমাম মাওলানা আহসান হাবিব, গীতা পাঠ করেন কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি বাবু গোবিন্দ প্রসাদ মহাজন, ত্রিপিটক পাঠ করেন সুপাল বংশ মহাথের। সমাবেশের আগে হাটহাজারীতে সম্প্রীতি সমাবেশ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য এক র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।