মুন্সীগঞ্জের সিরাজদিখানে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাউল হতদরিদ্রদের মাঝে বিতরণ ।
হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,
শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ’ এ শ্লোগানে সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানেও হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে উপজেলার মালখানগর ইউনিয়নে হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজিতে চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার ৬ সেপ্টেম্বর সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারে মেসার্স আনোয়ার ট্রেডার্স থেকে এই চাল বিতরণ করা হয়। এসময় প্রতিটি কার্ড ধারীকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিছুর রহমান রিয়াদ , ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) মুন্সীগঞ্জ জেলা মানবাধিকার সংবাদদাতা মোঃ আহসানুল ইসলাম আমিন, ইউনিয়ন তাতীলীগ আহবায়ক লালন দেওয়ান,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সফিকুর রহমান তমাল,সাধারণ সম্পাদক মামুন হোসেন, ,মালখানগর কলেজ ছাত্রলীগ সভাপতি আকাশ আহমেদ রুবেল প্রমুখ।
মের্সাস আনোয়ার ট্রেডার্সের স্বত্তাধিকারি আনোয়ার হোসেন বলেন, আমারা ইউনিয়নের ৩২২ জন হত-দরিদ্র কার্ড ধারীর মাঝে চাউল বিতরণ করব। তিনি আরো জানান প্রধানমন্ত্রীর দেয়া চাউল সঠিক ভাবে দিতে পেরে আমরা খুশি। সুবিধাভোগী অনেকে জানান, লকডাউনের এই সময়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী চাউল দেওয়ায় আমরা অনেক খুশি, এই চাউল না পেলে আমাদের না খেয়ে মরতে হতো। আল্লাহ্র কাছে প্রধানমন্ত্রীর জন্যে আমরা দোয়া করি। চাউল পাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। আমরা এখান থেকে ঠিকমতই প্রতি মাসে চাউল পাচ্ছি।
উল্লেখ্য জেলার সিরাজদিখান উপজেলায় ২৮ জন ডিলারের মাধ্যমে ৯ হাজার ১৬ টি পরিবারের মাঝে প্রতি মাসে প্রায় ২ শত ৭১ মে. টন চাউল বিতরণ করা হয়।