মুন্সীগঞ্জের সিরাজদিখানে কিশোর হত্যা মামলার প্রধান আসামি জেল হাজতে।
হাবিব হাসান (মুন্সীগঞ্জ) থেকে :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিহত কিশোর আবু হানিফ তালুকদার হত্যা মামলার প্রধান আসামী শামীম খান ওরফে সীমান্ত (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে সিরাজদিখান থানা পুলিশের একটি চৌকশ দল অভিযান পরিচালনা করে শরিয়তপুর জেলার জাজিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে ওইদিন রাতেই তাকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি সিরাজদিখান উপজেলার পূর্ব শিয়ালদী গ্রামের মোঃ ভুলু খা’র ছেলে। সে আবু হানিফ হত্যা মামলার প্রধান আসামি।
সিরাজদিখান থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন জানান, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আবু হানিফ তালুকদার হত্যা মামলার প্রধান আসামী শামীম খান ওরফে সীমান্তকে (২০) বুধবার রাতে শরিয়তপুর জেলার জাজিরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দিয়াশলাই চাওয়াকে কেন্দ্র করে গত ১৪ই আগস্ট শুক্রবার রাত ৮ টার দিকে হানিফ তালুকদার (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে।আহত হানিফ তালুকদার (১৫) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সে উপজেলার আরমহল গ্রামের হযরত আলী তালুকদারের ছেলে।