আলী আজীম,মোংলাঃ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জাতীয় সংসদের বিশেষ অধিবেশন সামনে রেখে সব সংসদ সদস্যের নমুনা পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ আসে। উপ-মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. সবুজ হাওলাদার রোববার(৮নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
বেগম হাবিবুন নাহার (মোংলা-রামপাল) বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আ. খালেকের স্ত্রী।
তার আশু রোগ মুক্তি কামনায় মোংলা পৌর ও উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে,কোরয়ানখানি, মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
সোমবার(৯নভেম্বর) মাগরিববাদ মোংলা পৌর আওয়ামীলীগ কার্যালয় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোংলা পৌর আওয়ামীলীগের সভাপতি ও বাগেরহাট জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান এর সভাপতিত্বে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,মোংলা উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বাবু শুনিল কুমার বিশ্বাস,সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,মোংলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা তারিকুল ইসলাম,আওয়ামীলীগ নেতা (ভিপি) আনোয়ার হোসেন টিটু,আওয়ামীলীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু,শ্রমিকলীগ নেতা নুরউদ্দিন আল মাসুদ,উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ হোসেন,পৌর যুবলীগের সভাপতি এস,এম,কবির হোসেন,সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন,যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম(জিকু),পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা,সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পী সেচ্ছাসেবকলীগ,মহিলালীগসহ সংগঠনের সকল সহযোগী দলীয় নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।