যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলফি মিয়ার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২১

জামাল হোসেন লিটন,চুনারুঘাট।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা গোলাম মৌলা চৌধুরী আলপি মিয়ার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার রাতে তিনি সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৬ বছর।তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩নং সেক্টরে অংশ গ্রহন করে বীরের মত যুদ্ধ করতে গিয়ে আহত হন।
বুধবার বিকেলে আসামপাড়া ঈদ গায়ে জানাজা শেষে রাষ্ট্রীয় সালাম প্রদর্শনের পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। চুনারুঘাট থানা পুলিশের পক্ষে এসআই তরিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আঃ রহিম মুন্সী জুয়েল , সাবেক উপজেলা কমান্ডার আঃ ছামাদ, বীরমুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম তালুকদার, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী স্থানীয় মেম্বার দেওয়ান হিরা মিয়া ।




error: Content is protected !!