মিঠুন গোস্বামী রাজবাড়ী প্রতিনিধিঃঃ
রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় আশা পরিবহন কে অতিরিক্ত যাত্রী ও ভাড়া নেওয়ার অপরাধে জরিমানা করলো ভ্রাম্যমান আদালত।
আজ ২২ আগষ্ট শনিবার সকাল ১১টায় দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়া গামী আশা পরিবহনের একটি বাসকে অতিরিক্ত ভাড়া এবং অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে আটক করা হয়। যার নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ হাবিব।
রাজবাড়ীর গোয়ালন্দ মোড় সংলগ্ন এলাকায় বাসটিকে থামানো হয় এবং বাসটির চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে অভিযুক্ত বাসটিকে ২০০০ টাকা জরিমান করা হয়।
উল্লেখ্য- চলমান করোনা মহামারীতে গনপরিবহনের যাত্রীদের শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য ২সিটে একজন করে যাত্রী পরিবহনের কথা বলা বলা হলেও স্বাস্থবিধি মানছেন না অনেক পরিবহন কর্তৃপক্ষ। এমতাবস্থায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা সহ নানাবিধ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে জেলা প্রশাসন।