সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কৃষকলীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ।
আজ(২৭ নভেম্বর) শুক্রবার দুপুর ১২টার সময় তাহিরপুর সদর পূর্ব বাজারে উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আলহাজ্ব জিল্লুর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ খসরু পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক জহির উদ্দিন লিমন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য রেজাউল করিম, সুনামগঞ্জ জেলা কৃষকলীগের সংগ্রামী আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য মোতাহের হুসেন আখঞ্জী শামীম,তাহিরপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম।
প্রধান বক্তা বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড, মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার, কৃষক বান্ধব সরকার। যার কারণে আজ দেশের কৃষক বিনা মূল্যে সার বীজ পাচ্ছে । দেশের কৃষক বিনা মূল্যে সার বীজ পেয়ে স্বাবলম্বী হচ্ছে ।
বর্ধিত সভার শুভ উদ্বোধক কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ন সাধারন সম্পাদক সিলেট সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড শামীমা শাহরিয়া, কৃষক কৃষানীর মধ্যে বিনা মূল্যে ধানের বীজ বিতরণ করেন। এসময় তিনি বলেন, কৃষক বাচলে, দেশ বাঁচবে বঙ্গ বন্দুর সোনার বাংলা প্রতিষ্টিত হবে। আসুন আমরা কৃষক কৃষানীদের পাশে দাড়িয়ে দেশ ওদেশের মঙ্গল সাধন করি।
বর্ধিত সভার আলোচনার পূর্বেই কোরআন পাঠ করেন কৃষক লীগ নেতা নুর ইসলাম ।
এসময় উপস্তিত ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষকলীগের সদস্য সাফিক মল্লিক, তাহিরপুর সদর আওয়ামীলীগ সভাপতি শাহিন তালুকদার, যুবলীগ নেতা সেলিম আখঞ্জী, তাহিরপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক শামছুল আলম আখঞ্জী, উপজেলা কৃষকলীগের যু্গ্ম আহ্বায়ক পরিতোষ, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক রাসেল, উপজেলা কৃষকলীগ নেতা বাবুল, উত্তর বড়দল ইউনিয়নের আহ্বায়ক দিলোয়ার হুসেন, বাদাঘাট ইউনিয়নের আহ্বায়ক শামছুল ইসলাম, উত্তর শ্রীপুর ইউনিয়নের আহ্বায়ক শেখ মস্তফা,উত্তর শ্রীপুর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল শাহ, উপজেলা কৃষকলীগের মহিলা নেত্রী হেনা,কৃষক লীগ নেতা মানিকসহ উপজেলা কৃষকলীগ ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।