সেনবাগে প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২২

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
শিক্ষার মান উন্নয়নে মায়েদের ভূমিকা নিশ্চিতের লক্ষ্যে মা সমাবেশ করেছে নোয়াখালীর সেনবাগ পৌর শহরের উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন সেলিমের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ নূর হোসাইনের সঞ্চালনায় উক্ত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন সেনবাগ পৌর সভার মেয়র আবু নাছের ভিপি দুলাল।বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, ইউআর সি ইন্সট্রাক্টর মোঃ মোস্তাক আহমেদ বাবলু, সেনবাগ পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক এস এ আজাদ সুমন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলী আজগর, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ আবদুল মতিন,সেনবাগ উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি এ এন এম সহিদ উল্যা।স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম।এ ছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সালেহা বেগম,অভিভাবক আছমা আক্তার সহ কয়েকজন মা বক্তব্য রাখেন। এ সময় অতিথি বৃন্দ শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি মায়েদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।এ ছাড়া শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মিড ডে মিল বাস্তবায়ন সহ নানা বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখা হয়। পরে অতিথি বৃন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগমের ব্যক্তিগত পক্ষ থেকে কিছু গরীব শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস ও কেডস তুলে দেন।




error: Content is protected !!