আত্রাইয়ে উন্নত প্রযুক্তিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২২

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ-“ উন্নত পদ্ধতিতে মাছ চাষ, চাষের
কলাকৌশল,মাছ চাষের ব্যবস্থাপত্র,পুকুরের সাধারণ সমস্যা ও সমাধান মাছ চাষ শুরু করার
আগে প্রয়োজনীয় সঠিক পরিকল্পনা। কী মাছ চাষ করা হবে, চাষের মেয়াদ কতদিন হবে,
কখন বাজার জাত করা হবে এবং এ জন্য মোট কত খরচ হতে পারে,অথ খরচ কি ভাবে
হবে সঠিক পরিকল্পনা, বর্ষায় বন্যার হুমকি,পুকুর পাড়ের ঢাল,শুস্ক মৌসুমে পানি কতটা
থাকে,পানি হ্রাস পেলে বাইরে থেকে পানি দেয়ার ব্যবস্থা আছে কি না ইত্যাদি বিষয়ে সঠিক
ধারণা।চাষ শুরু করার আগে বা মাছের পোনা ছাড়ার আগে সঠিক নিয়মে পুকুর তৈরীর
বিজ্ঞান ও পরিবেশ সম্মত মাছ চাষের লক্ষে, নওগাঁর আত্রাইয়ে দুই দিন ব্যাপী রাজশাহী
বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উন্নত প্রযুক্তিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু
হয়েছে ।সোমবার (28মাচ) সকালে আত্রাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতার কার্যালয়ের
কাম- কমিউনিটি সেন্টারে মৎস্য অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের
প্রথম দিন ক্লাশ নেন,জেলা মৎস্য অফিসার ড.মোঃ আমিমূল এহসান, সিনিয়র উপজেলা
মৎস্য অফিসার,আত্রাই শ্রী পলাশ দেবনাথ,উপজেলা ক্ষেত্রসহকারী মোঃ মাহবুবুর রহমান
প্রমূখ।




error: Content is protected !!