পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথ পুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শির্ষা গ্রামে অবস্থিত ৯নং শির্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৮৮১সালে স্থাপিত হয়। এর পর ১৯৯৪ সালে পূঃনির্মান করা হলেও বর্তমানে ভবনটি জরাজীর্ণ হওয়ায়, এখানে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, যার ফলে ইউনিয়নেেের দক্ষিণ দিকে শিক্ষার্থীদের পরিক্ষা কেন্দ্রে আসতে অনেক কষ্ট করতে হয়।এ বিষয় এলাকার সাধারণ মানুষ স্থানীয় জন প্রতিনিধি, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ সংসদ সদস্যর সুনজর দেয়ার আবেদন জানান। ম্যানেজীং কমিটির সভাপতি মৌসুমী আক্তার বলেন- প্রতি বছর এভাবে স্বাভাবিক জোয়ারের পানিতে বিদ্যালয়টিতে পানি প্রবেশ করে আসবাবপত্রসহ বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে যায়। বর্তমানে একটি সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয় অথবা একটি দ্বিতল নতুন ভবন প্রয়োজন। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণসহ প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য অনুরোধ জানাচ্ছি।