ঝিনাইগাতীতে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন।

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২০

মোঃ তারিফুল আলম(তমাল)শেরপুর,জেলা,প্রতিনিধিঃ

ঝিনাইগাতী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে উপজে লা প্রশাসনের আয়োজনে ও বন বিভাগের সহযোগিতায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।“মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গাছের চারা লাগিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ। এ সময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার সিরাজুস সালেহীন, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান, তাওয়াকোচা ও গজনী বিট কর্মকর্তা মোঃ মকরুল ইসলাম আকন্দ,সন্ধ্যাকুড়া বিট কর্মকর্তা রাশেদ ইবনে সিরাজ ও উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাধা বল্লব, আওয়ামীলীগ নেতা মজিবর রহমান,জাসদের মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আওতায় বন বিভাগ ঝিনাইগাতী উপজেলায় এ কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির আওতায় ২০ হাজার ৩শত ২৫টি ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারাসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হবে।




error: Content is protected !!