ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।
১৯ জুন শনিবার দিবাগত রাতে রামু উপজেলার গর্জনিয়া ও পার্শ্ববতী এলাকা থেকে ডিবি পুলিশের এক সাড়াশি অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল সহ ১ লক্ষ ৮০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। যার বাজার মূল্য ছয় কোটি টাকা।
কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ এর পরিকল্পনায়
এ অভিযান পরিচালনা করতে সক্ষম হন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংকটের সুযোগে মাদক কারবারীরা তৎপর হওয়ার অপচেষ্টা করছে। কিন্তু কক্সবাজার জেলা পুলিশ মাদক কারবারীদের সে সুযোগ দেবে না। বরং এ মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরো কঠোর থেকে কঠোরতর করা হবে বলে জানান এডিশনাল এসপি (সদর) রেজওয়ান আহমেদ।
অভিযানে একজন রোহিঙ্গাসহ এক নারী ও ৩ জন আটক হয়। (১) আব্দুর রশিদ (২৬), পিতা-আব্দুল মোতালেব, মাতা-মৃত খদিজা বেগম, স্ত্রী-ফাতেমা বেগম, সাং-আমতলী পাড়া, ৩নং ওয়ার্ড, আলীকদম ইউপি, থানা-আলীকদম, (২) মাহমুদা বেগম (৪১), স্বামী-মৃত মোঃ ইসলাম, পিতা-গুরা মিয়া, মাতা-মৃত জেবুন্নেসা, সাং-জারুলিয়াছড়ি, ৪নং ওয়ার্ড, ৪নং দোছড়ি ইউপি, উভয় থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা বান্দরবান। (৩) এনামুল হাসান (২২) (রোহিঙ্গা), পিতা-মকতুল হোসেন, মাতা-শাহিদা বেগম, সাং- 1-W. F Block-15, লম্বাশিয়া, কুতুপালং, উখিয়া, কক্সবাজার। কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া সহ অন্যান্যরা অভিযানে অংশ নেন।
গ্রেফতারকৃত পাচারকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রামু থানায় সোপর্দ করা হয়েছে।