তাড়াইল থানা’র দুজন কনস্টেবল কোভিট-১৯ আক্রান্ত

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
করোনাভাইরাস (কোভিট-১৯) এ আক্রান্ত হয়েছেন কিশোরগঞ্জের তাড়াইল থানার দু’জন কনস্টেবল।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, কনস্টেবল আবু হানিফ ও চঞ্চল মিয়া দুজন কোভিট-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ সংবাদে জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম) বৃহস্পতিবার (৬ আগষ্ট) শুভেচ্ছা উপহার হিসেবে তাদের জন্য ফলমূল পাঠিয়েছেন।
এ সমস্ত ফলমূল তাড়াইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান শ-শরীরে তাদের বাসায় পৌঁছিয়ে দিয়েছেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।
এ বিষয়ে তাড়াইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, আমি দুজন কনস্টেবলের শারিরীক খোঁজ নিচ্ছি সব সময়। দোয়া করি সৃষ্টিকর্তা যেন অতিদ্রুত তাদের সুস্থতা আরোপ করেন।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ড. হোসাইন আলমাছ বিষয়টি নিশ্চিত করেছেন।




error: Content is protected !!