বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ ওটিস গিবসন

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০
ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ওটিস গিবসনকে বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। দুই বছরের জন্য তার সাথে চুক্তি করে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ওটিস গিবসন। আসর চলাকালীন বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।
শুধু বিপিএলের অভিজ্ঞতায় নয়, ওটিসের অধীনে থেকেই ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া দুই দফায় ইংল্যান্ড জাতীয় দলের বোলিং কোচের দায়িত্বও পালন করেছিলেন এ ক্যারিবিয়ান। সবশেষ সাউথ আফ্রিকা জাতীয় দলের বোলিং কোচ হিসেবে ছিলেন ওটিস গিবসন।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকায় পৌঁছেই রাতে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরের যাবেন বাংলাদেশের নতুন এই কোচ।
এদিকে, হঠাৎ করেই বাংলাদেশের বোলিং কোচের পদ শূন্য করে নিজ দেশে ফিরে যান প্রোটিয়া কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট। দায়িত্ব নেন নিজ দেশের বোলিং কোচের।



error: Content is protected !!