ভেড়ামারা পৌর ওয়ার্ডভিত্তিক করোনায় সচেতনতা ও ব্যবস্থাপনা নিয়ে উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২১

মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি

কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগের বিশেষ উদ্যোগে কোভিড-১৯ মহামারীতে সচেতনতা ও ব্যবস্থাপনা নিয়ে (সিএসটি) আয়োজনে আজ সকালে সবুজ কলি মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার জনপ্রিয় মেয়র আনোয়ারুল কবির টুটুল, প্যানেল মেয়র নাইমুল হক, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহবুব আলম বিশ্বাস, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজী হাসান, জরুরী কোভিড-১৯ প্রকল্প
জেলা কো-অর্ডিন্টের জামাল উদ্দিন রাকিব, উপজেলা কো-অর্ডিন্টের আলমগীর হোসেন, ফিল্ড সাপোর্ট অফিসার এনামুল হক, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শুভাশীষ শাহা প্রমুখ। এসময় সিএসটি এলাকাসীর জন্য একটি বিশেষ ঘোষনা প্রদান করেন:

১) আপনাদের জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসের সংক্রমন রোধে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগ একটি বিশেষ উদ্যোগ নিয়েছে।

২) কমিউনিটি সাপোর্ট টিম বা সিএসটির সদস্যরা সম্মানিত ওয়ার্ড কমিশনার/কাউন্সিলরদের সহায়তায় রোগী সনাক্ত করতে ও তাদের সহায়তা দিতে কাজ করছে।

৩) আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হলে কী করে বাড়িতে এসে নিজে নিজে সুস্থ্য হতে পারেন, তারা আপনার বাড়ীতে এসে সে বিষয়ে পরামর্শ দেবেন।

৪) সিএসটির সদস্যদের সাথে যোগাযোগ করতে সরাসরি ৩৩৩ নম্বরে ফ্রি কল করুন অথবা জেলা/উপজেলা কল সেন্টার নম্বরে বা আপনার এলাকার সম্মানিত ওয়ার্ড
কমিশনার/কাউন্সিলর সঙ্গে যোগাযোগ করুন। পরিচয় পত্রধারী সিএসটি সদস্যরা আপনার বাড়ীতে এসে গোপনীয়তার সাথে সহায়তা করবেন।

৫) ঘর থেকে বের হওয়া কিংবা যে কোন স্থানে যাওয়ার উদ্দেশ্য বের হওয়ার সময় তিন স্তরের কাপড়ের তৈরি মাস্ক সঠিক নিয়মে নাক মুখ ঢেকে পরবেন।

৬) কিছুক্ষন পরপর ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করুন।

৭) সব কাজে কমপক্ষে তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন এবং জরুরী প্রয়োজন ছাড়া জনসমাগম ও ভিড় এড়িয়ে চলুন।

৮) আপনার পরিবারের শিশু, গর্ভবতী নারী ও বয়স্ক ব্যক্তিদের বিশেষ যত্ন নিন।




error: Content is protected !!