মোংলা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেই মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে-পুলিশ সুপার

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

আলী আজীম,মোংলাঃ

বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেছেন, অভিভাবকদের অসচেতনতার কারনে ধর্ষণের মত ঘটনা ঘটছে। অভিভাবকের উচিৎ তাদের সন্তানের প্রতি খেয়াল রাখা। আপনার সন্তান কোথায় যায়, কি করছে তা খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আপনার। সন্তানদের বিষয়ে অভিভাবকদের আরো দায়িত্বশীল হওয়া উচিত।দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ ও র‍্যালিগুলোর আওয়াজ মেনে নিয়ে সরকার যখন ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করেছে।

সুতরাং ধর্ষণের মত অপরাধ যারা করবে তাদের কোন রেহাই নাই। ধর্ষণের শাস্তি সম্পর্কে সবাইকে সচেতন করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি।

মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় মাকোড়ডোন সাইক্লোন শেল্টার চত্বরে থানা পুলিশের আয়োজনে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন,সহকারি সিনিয়র এএসপি মোঃআসিফ ইকবাল উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, মোংলা সরকারি কলেজের প্রভাষক নিগার সুলতানা সুমি প্রমূখ। পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় আরো বলেন, একটি এলাকা বা একটি দেশের উন্নতি নির্ভর করে মূলক আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর। মোংলা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেই এখানে অনেক উন্নয়নমূখী মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সমাবেশে আরো উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তুহিন মন্ডল, সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম,এসআই বিশ্বজিৎ মূখার্জী, এসআই অমিত বিশ্বাস,এএসআই দেবব্রত, এএসআই সাঈদ মোল্লা প্রমুখ।




error: Content is protected !!