মাসুদ আলম চয়ন, মৌলভীবাজার ঃ রাজনগরে পূর্ব বিরোধের জের ধরে
২নং উত্তরভাগ ইউপি‘র কালাইরগুল এলাকার শহীদ মিয়া (৪০), মুটুকপুর
গ্রামের সাহেল মিয়া (১৯) আহত হয়েছেন। এ ঘটনায় আহত শহীদ
মিয়া বাদী হয়ে কালাইরগুল গ্রামের কাপ্তান মিয়ার পুত্র রুশন মিয়া(৩৫),
ছানা মিয়া (৫৮), কামাদ মিয়া (৩৭), বজ্জুর মিয়া(৩০), ছুফিয়ান মিয়া
(২৫), দুলন মিয়া (২৪), রুমন মিয়া (২১), সামাদ মিয়া (৪০), আহাদ
মিয়া (৪৫), মোফাজ্জল মিয়া (২২)গং-আরো ১০/১২জনকে আসামী করে
রাজনগর থানায় (মামলা নং- ০৮, তারিখ ঃ ০৭/০৫/২০২২ইং) মামলা দায়ের
করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৬ মে সন্ধায় পূর্ব বিরোধের
জেরে রাজনগর থানাধীন বাঁধ বাজার রাস্তার পাশে রাব্বী ভেরাইটিজ ষ্টোর
নামক দোকানে শামীম মিয়ার হুকুমে রুশন মিয়া গংরা বেআইনী
জনতাবন্ধে অনধিকার প্রবেশ করতঃ তাদের হাতে থাকা রামদা, দা, কিরিছ,
লোহার রড, রুল ও লাঠিসোটা নিয়ে হামলা, নগদ টাকাসহ মৃল্যবান মালামাল
লুঠ ও ভাংচুর চালায়। এবং তাদেরকে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহতদের উদ্বার
করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সাহেল ও রুশনকে ভর্তি করেন।
পরবর্তীতে সাহেল মিয়ার অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।