মিঠুন গোস্বামী রাজবাড়ীঃ
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের কালুখালি থানা এলাকা থেকে গাঁজা সহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
শনিবার (২০ আগষ্ট) দুপুর ৩ টায় কালুখালি থানার দূর্গাপুর বাসস্ট্যান্ডের আকরাম এর দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক কৃতরা হলেন, কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা এলাকার মৃত বাদল বিশ্বাস এর স্ত্রী রওশানারা বেগম(৫০) ও একই উপজেলার চন্ডীপুর, খারাল্লা ক্যানালপাড়া এলাকার মোঃ সিরাজুল ইসলাম এর স্ত্রী মোছাঃ রোমেলা বেগম(৫৭)।
জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিলন চন্দ্র বর্মন, সঙ্গীয় অফিসার-র্ফোস সহ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একাধিক গাড়ি তল্লাশি করে আটক কৃতদের কাছ থেকে ২ কেজি ৫শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা।
আটক কৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।