(আসলাম পারভেজ হাটহাজারী)
চট্টগ্রামের হাটহাজারীর পিডিবি ৩৩ কেভি সুইচ ইয়ার্ডের ওয়ান ফিডারের চিটিতে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার সকালে যান্ত্রিক ক্রুটির কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে গ্রীডের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ তারেকুল ইসলাম জানান। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আcccনে। অগ্নিকাণ্ডে আনুমানিক লক্ষাধীক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুৎ ও পিডিবির বিদ্যুৎ ছিল না সারাদিন । বিকাল ৫ টার দিকে বিদ্যুৎ সংযোগ দিলেও আবার কয়েক মিনিট পর চলে যায় । তবে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বিদ্যুৎ গ্রিড একটি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে । হাটহাজারী ১১ মাইল ৩৩ কেভি বিদ্যুৎ গ্রিড এই নিয়ে তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে । হঠাৎ এই গ্রিডে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা কীভাবে বা কেন ঘটে তা নিয়ে এলাকাবাসীর মনে নানা প্রশ্নের দেখা দিয়েছে ।